Published: 2018-09-25 Views: 3077

ফিনিক্স হারিকেন বাইসাইকেল রিভিউ -আতিক সুলতান


1599982593_Phoenix-Hurricane--user-review-by-Atik-Sulatn.jpg

আজ থেকে প্রায় দেড় মাস আগে আমি কিনেছি Phoenix Hurricane Alloy বাইসাইকেলটি ।যদিও আমি ছোট বেলাই সাইকেল চালানো শিখেছি বাবার কাছ থেকে । সাইকেলটি কেনার মূল কারণ ছিল কলেজ এ যাতায়াত এবং ঘুরাঘুরির জন্য । তাছাড়া বাইসাইকেলটি কেনার আরও কারণ হল এটির মডেলটি আমাকে অনেক ভালো লেগেছিলো এবং বডিটি ভালো লেগেছে পার্টস গুলো মজবুত মনে হইছে এবং বাজেটের মধ্যে সে জন্য এই বাইসাইকেলটি আমি কিনার সিদ্ধান্ত নিয়েছিলাম । বাইসাইকেলটি আমি রাজশাহীর স্বনামধন্য রানিবাজার এর তুলি এন্টারপ্রাইজ থেকে আগস্ট মাসের ৬ তারিখে কিনেছি । আমি আতিক সুলতান, বর্তমানে আমি রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এ পড়াশোনা করি । আজ আমি আমার ক্রয়কৃত Phoenix বাইসাইকেলটির আমার ব্যবহারের অভিজ্ঞতার আলোকে ভালো এবং মন্দ দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ।


Phoenix-Hurricane--user-review-by-Atik-Sulatn-Design

ডিজাইন
ডিজাইন এর কথা বলতে গেলে বলবো ডিজাইনটি অনেক সুন্দর এবং এর দুইটি কালার কালো এবং নীল । সাইকেলটির ফ্রেমে নীল কালার স্টিকার দিয়ে সাজানো যার কারনে সাইকেলটির ডিজাইনটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে ।

পারফরমেন্স
পারফরমেন্স এর দিক বলতে গেলে বলবো এটির পারফরমেন্স অনেক ভালো কারণ আমি এর আগে আরও একটি Phoenix সাইকেল ব্যবহার করেছিলাম যার পারফরমেন্স এর থেকে আমার ব্যবহারকৃত এখনকার Phoenix Alloy বাইসাইকেলটি অনেক ভালো পারফরমেন্স দেয় । আমি সাইকেলটি কিনার পর প্রথম দিন ৪ঘণ্টা চালিয়েছি শহরের মধ্যে ৪ঘণ্টা চালানোর পর আমার নিজের তেমন কোনো কষ্ট অনুভব হয়নি বা সাইকেলটির কোন সমস্যা দেখা দেয়নাই ।

আরাম
সাইকেলটির সাসপেনশন অনেক ভালো কাজ করে যার কারণে ভাঙ্গা রাস্তা এবং কাদায় সাইকেলটি পড়লে কোন ক্ষতি হয়না, খূব সহজ এবং আরামদায়ক ভাবে সাইকেলটি কন্ট্রোল হয়ে যায়। যার কারণে সাইকেলটি চালানোর সময় কোন ভয় কাজ করে না। এবং খূব সহজে প্যাডেল করা যায়।

কন্ট্রোল
আমার সাইকেলটিতে ৭টি গিয়ার আছে অর্থাৎ সাইকেলটির গতি ৭ পর্যন্ত তোলা যায়। সাইকেলটি চালানোর সময় এবং কন্ট্রোল করতে গেলে একটু সমস্যা দেখা দেয় আর সেই সমস্যাটা শুধুমাত্র গিয়ার ফাংশন এর জন্য, আমি যদি সাইকেল চালানোর সময় গিয়ার ৩ এ দেই তো সেটি ২ এ কাজ করে তবে সাইকেলটি চলতে চলতে একসময় গিয়ার ৩ এ উঠে যায় সুতরাং তখন আর সমস্যা থাকেনা।

ব্রেকিং
ব্রেকিং এর কথা বলতে গেলে প্রথমে বলবো সামনে এবং পেছনে উভয় চাকাতে ডিস্ক ব্রেক রয়েছে এবং ব্রেকিংটি খুব ভালো কাজ করে।

ভালদিক
সাইকেলটির ভালো দিক বলতে গেলে এটির মডেলটি আকর্ষণীয়, বডিটি অনেক ভালো, পার্টসগুলো মজবুত এবং দামটিও বাজেটের মধ্যে। এছাড়াও ডিজাইনটি সুন্দর, ব্রেকটি খুব ভালো কাজ করে, শাশপেনসানটাও খুব ভালো কাজ করে এবং প্যাডেলটি ফ্রি ও সহজে করা যায় ।



Phoenix-Hurricane--user-review-by-Atik-Sulatn-Gear

মন্দদিক
এটির গিয়ার ফাংশনে একটু সমস্যা হয় ।

পরামর্শ
সার্বিক দিক বিবেচনায় সাইকেলটির সব কিছু আমাকে ভালো লাগেছে যদি সাইকেলটি বাজেটের মধ্যে থাকে তো অবশ্যই অপরকে আমি সাইকেলটি কিনতে বলবো ।

New Added Bicycles